• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

দৈনিক আজকের আলোকিত সকাল‍‍`-এর ১০ম বর্ষপূর্তি উদযাপন ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৪৮ পিএম
দৈনিক আজকের আলোকিত সকাল‍‍`-এর ১০ম বর্ষপূর্তি উদযাপন ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান

আজ বুধবার (১৫ জানুয়ারী) উত্তরা ৯নং সেক্টর মমতাজ মহল ৩য় তলায় বহুল প্রচারিত নন্দিত পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল-এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ৯নং সেক্টর মমতাজ মহল ৩য় তলায় আয়োজিত এক সুধী সমাবেশে আয়োজন করেছেন। 

পত্রিকাটির সম্পাদক মন্ডলীর সভাপতি ও সম্পাদক মোখলেছুর রহমান মাসুম সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খান,স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো আলোচনায় ছিলেন উদ্বোধক রোটারিয়ান এম নাজমুল হাসান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, প্রধান উপদেষ্ঠা, দৈনিক আজকের আলোকিত সকাল। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মোহাম্মদ সুমন চৌধুরী, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ভাইস চেয়ারম্যান, মীর মোঃ আব্দুল হালিম ও সাংবাদিক অধিকার বাস্তবায়নের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।   

সংক্ষিপ্ত ভাষনে তারা বলেন, আমরা পত্রিকাটি প্রতিদিন পাঠ করে যা জানতে পারি তা হলো, দৈনিক আজকের আলোকিত সকাল কালের চিত্র সমাজের কোন নেতিবাচক বিষয়ের সাথে আপোষ করে না বরং সমাজ ও রাষ্ট্রের সকল ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরে জনকল্যানে কাজে পত্রিকাটি নিজের অবস্থানকে পরিষ্কার করে দেশের উন্নয়ন সফলতাকে তুলে ধরেছে। এই পত্রিকাটি শতায়ু হবে এমন প্রত্যাশা তাদের।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তাগন বলেন, সমাজের দর্পন হিসাবে দৈনিক আলোকিত সকাল সব খবর তুলে ধরে গনতান্ত্রিক সেবা দিচ্ছে। নানা চড়াই উৎরাই পেরিয়ে ভয়ংকর সময় পার করেও পত্রিকাটি এখনও পাঠক সমাজের টেবিলে পৌছে যাচ্ছে বলে অনুষ্ঠানে নানা রকম সাংবাদিকদের নিয়ে আলোচনা করেন।  

উপস্থিত অতিথিগন আরো বলেন, সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ না রেখে এক ও অভিন্ন পথে অগ্রসর হয়ে দেশের সংবাদপত্রকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি। 

সম্পাদক মন্ডলীর সভাপতি ও সম্পাদক মোখলেছুর রহমন মাসুম সভাপতিত্বে দৈনিক আজকে আলোকিত সকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। এসময় অতিথিবর্গ কেক কেটে জন্মদিনের ১০ বছরে পদার্পনের সূচনা করেন।


Side banner
Link copied!